কমিউনিটি গাইডলাইন
DreamOnline Limited বাংলাদেশের সকল আইন এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল। ‘বলুন ডট ওআরজি’ এর উদ্দেশ্য বাংলাদেশ ২.০ বিনির্মাণে শক্তিশালী ভূমিকা রাখা। বাংলাদেশের সংবিধানের ৩৯ ধারায়, রাষ্ট্র তাঁর জনগণ কে চিন্তার স্বাধীনতা এবং বাকস্বাধীনতা দিয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা তাঁর বিভিন্ন বক্তব্যে বলেছেন “আমরা সবাইকে বলে দিয়েছি, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন, আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল”।
তবে বাংলাদেশের ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ এর ধারা ২৫ এর ১ (ক, খ) ও ধারা ২৯ এর ১ দ্বারা আক্রমনাত্বক, ভীতি প্রদর্শনমুলক, মিথ্যা, অপমানজনক, মানহানিকর তথ্য প্রকাশ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। একই আইনের ধারা ২৮ এর ১ দ্বারা ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত করবার বা উস্কানি প্রদানের অভিপ্রায়ে কোনো তথ্য প্রকাশকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন যে, ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ সহ সকল বিতর্কিত আইন রহিত বা প্রয়োজনীয় ক্ষেত্রে সংশোধন করা হবে। রাষ্ট্রের সুনাগরিক হিসেবে উক্ত আইন রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত আমাদের কর্তব্য আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা।
তাই ‘বলুন ডট ওআরজি’ তে কোনো ব্যক্তি বাংলাদেশের কোনো আইন বহির্ভুত তথ্য/বক্তব্য প্রকাশ করা থেকে বিরত থাকবে। এরূপ করা হয়েছে মর্মে কোনো অভিযোগ আসলে কর্তৃপক্ষ সেটা মুছে ফেলার এখতিয়ার রাখে। ‘বলুন ডট ওআরজি’ তে দেয়া ছদ্মনাম অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় বহন করবে না।